ঢাকা | বঙ্গাব্দ

হাওরে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র

  • আপলোড তারিখঃ 06-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 239440 জন
হাওরে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্র আবিদুর রহমানের মরদেহ ২২ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


শনিবার,  ৬ জুলাই বিকাল ৪ টার দিকে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিখলা ঘাটের হাসানপুর ব্রিজ এলাকায় পানিতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।


নিহত আবিদুর রহমান চট্টগ্রামের রাউজানের মোবারকখীল হালদার খান চৌধুরী বাড়ির চট্রগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে তিনি রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।


শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিস আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করে বলেন নিখোঁজ যুবক আবিদুর রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে আসেন।


শুক্রবার বিকেলে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় হাওরে গোসলে নামলে পানিতে তলিয়ে যান শনিবার বিকেলে হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সাংবাদিক দের জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন