কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার সুমি বেগম (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পাগাচন চাঁনপুর গ্রামের মো. শাহ্ আলমের স্ত্রী।
শুক্রবার, রাত ৮টার কিছু পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের নামাপাড়া বেইলি ব্রিজের উপর থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীন ৭১ কে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।
গ্রেফতার আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।