খুলনার ডুমুরিয়া উপজেলায় মহাসড়কে আজ (৯ জুন) দুপুর পৌনে তিনটার দিকে যাত্রীবাহী ও প্রাইভেটকার এর মধ্যকার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। খর্নিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শ মুন্সি এস আই পারভেজ হাসান বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি জানান সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা আগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ ২ জন নিহত হয়। এবং প্রাইভেটকারের এক যাত্রীকে গ্রুতর অবস্থাই স্থানীয়রা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয় ঘটনার পর থেকেই বাসের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।