ঢাকা | বঙ্গাব্দ

চাটমোহর (পাবনায়) পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ 15-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 252480 জন
চাটমোহর (পাবনায়) পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কচুগাড়ী পূর্বপাড়া মোঃ আসাদুল ইসলাম আসাদ এর এক মাত্র পুত্র সামিউল ইসলাম (C) ইসলাম (৯) শনিবার (১৫ জুন ২০২৪) বিকেল সাড়ে পাঁচটার দিকে। 



আলহাজ্ব দুলাল বিশ্বাসের শান বাধানো পুকুর ঘাটে পানিতে ডুবে মারা গেছে ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  অতি দূরন্ত ডান পিটে ইসলাম খুবই চঞ্চল  ছিলো। সে কচুগাড়ী পূর্বপাড়া শিখন স্কুলের শিক্ষার্থী ছিলো। 


পারিবারিক সুত্রে জানা যায় যে, বিকেল পাঁচ টার দিকে বৃষ্টি নামলে ইসলাম শান বাধানো পুকুর ঘাটে গোসল করতে যায়। হয়তো সেখানে পা পিছলে  পানিতে পড়ে যায় এবং পানিতে পড়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়। 


ঘন্টা খানেক পরে গ্রামের কৃষকেরা পুকুর ঘাটে গোসল করতে যায় ও গোসলের সময় পায়ে কোন কিছুর অস্তিত্ব অনুভব করে পানির ভেতর থেকে ইসলাম কে উপরে তুলে পার্শ্ববর্তী আরএমপি (পল্লী চিকিৎসক) এস এম আকাশ এর কাছে নিয়ে গেলে তখন তিনি ইসলাম কে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন,  তখন উপস্থিত সকলেই নিশ্চিত হন যে, ইসলাম পানিতে পড়ার সময় হয়তো হার্ট অ্যাটাক করে মারা গেছে।


এলাকায় সকল মহলে পরিবারে শোকের মাতম চলছে, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান উপস্থিত হয়ে শোকাহত পরিবারের খোঁজ খবর নেন ও শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।


গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি মানবাধিকার কর্মী প্রভাষক মনিরুজ্জামান  আকাশ শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন, তিনি সকলের কাছে মৃত ইসলামের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন