ঢাকা | বঙ্গাব্দ

বরগুনায় ৬৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

  • আপলোড তারিখঃ 10-02-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 298688 জন
বরগুনায় ৬৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate
  • বরগুনায় ৬৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


নিজস্ব প্রতিবেদক:


বরগুনার পায়রা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫৬টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছেন জেলা মৎস্য বিভাগ। জব্দকৃত এসব অবৈধ জালের বাজার মূল্য আনুমানিক ৬৭ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস. এম মাহমুদুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

বরগুনা জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পালের বালিয়াতলী সংলগ্ন পায়রা ও বিষখালী নদীতে অভিযান চালায়। এ সময় ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে মাছ শিকারে ব্যবহৃত অবৈধ ৫৬টি বড় বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, অবৈধ জালের কারণে মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে ভবিষ্যতেও অবৈধ এ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন