ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে গলায় খাবার আটকে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ 18-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 284636 জন
কটিয়াদীতে গলায় খাবার আটকে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের কটিয়াদীতে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় আটকে গিয়ে ৮ মাস বয়সী রাজা সাহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কটিয়াদী পৌর সদরের পশ্চিমপাড়া এলাকার রামায়ণ সাহার বাড়িতে এই ঘটনা ঘটে। 


রাজা সাহা পশ্চিমপাড়া মহল্লার রায়মন সাহা বাড়ির সুজন সাহা বংশির একমাত্র ছেলে। মৃত শিশুর চাচী জানান, বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিলেন। খাবার খাওয়ানোর এক পর্যায়ে গলায় খিচুড়ি আটকে যায়। এসময় তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 


কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঈসা খান জানান, শিশুটিকে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই দম বন্ধ হয়ে শিশুটি মারা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন