ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ছাত্রলীগ-কোটা আন্দোলনকারী সংষর্ষ,

  • আপলোড তারিখঃ 16-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 233829 জন
কিশোরগঞ্জে ছাত্রলীগ-কোটা আন্দোলনকারী সংষর্ষ, ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৫০থেকে ৬৫ জন  শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 



মঙ্গলবার,  ১৬ জুলাই বেলা ১১ টার দিকে গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। 


জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারে জমায়েত হয়। এগারোটার দিকে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। প্রায় ঘণ্টাখানেক পাল্টাপাল্টি ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


পুলিশ জনায়, সকাল এগারোটা থেকে দুই পক্ষের বিষয়টি চলছে, পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে গুরুদয়াল সরকারি কলেজ এবং জেলা শহরের শান্তি ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে। এখন পরিবেশ শান্ত জেলা শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন