ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, দুই মেয়েকে হত্যার চেষ্টা

  • আপলোড তারিখঃ 16-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 30030 জন
ভোলায় প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, দুই মেয়েকে হত্যার চেষ্টা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে মো. নিজাম উদ্দিন পাটোয়ারী নামের এক ইতালি প্রবাসীর বাড়িতে একদল ডাকাত হানা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বুধবার (১৫ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী বিবি আয়শার অভিযোগ, বুধবার রাতে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে কালো মুখোশ পড়া ৪ থেকে ৫ জন ডাকাত ঘরে ঢুকে প্রথমে তার দুই মেয়ের মুখ চেপে ধরে তাদেরকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেন। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে ডাকাতরা ঘরের পেছনের দরজা দিয়ে বেড়িয়ে যায়।


নিজাম উদ্দিনের বড় মেয়ে রিয়া আক্তার জানান, ডাকাতরা ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে প্রথমে ঘরের বৈদ্যুতিক লাইন এবং আইপিএস বন্ধ করে দেয়। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার করে তারা এ তান্ডব চালায়। তবে ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা এবং কোনো স্বর্ণালংকার নেননি।


তাদের অভিযোগ, ডাকাতরা যেহেতু ঘরের কোনো মালামাল লুট করে নেয়নি শুধুমাত্র তাদেরকে অ্যাটাক করেছে, সেহেতু তাদের ধারণা ডাকাত দল তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই এসেছে।


কয়েকজন প্রতিবেশী জানান, নিজাম উদ্দিনের স্ত্রী এবং দুই মেয়ের ডাক-চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে ঘটনাস্থলে গিয়ে তারা কাউকে দেখতে পাননি। ঘরের বৈদ্যুতিক লাইন এবং আইপিএস বন্ধ এবং পেছনের দরজার ছিটকানি ভাঙা দেখতে পেয়েছেন তারা।


ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন আহমেদ পারভেজ জানান, খবরটি তিনি শুনেছেন। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাবেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন