ঢাকা | বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের জেরে বিজয় টিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

  • আপলোড তারিখঃ 29-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 291764 জন
সংবাদ প্রকাশের জেরে বিজয় টিভির প্রতিনিধিকে  প্রাণনাশের হুমকি ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

 কিশোরগঞ্জ ভৈরবে সংবাদ প্রকাশের জেরে বিজয় টিভি ও জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ভৈরব  প্রতিনিধি এবং বাংলা টিভির ভৈরব -কুলিয়ারচর প্রতিনিধি সাংবাদিক এম.আর.সোহেল এর একমাত্র পুত্র সোহানুর রহমান সোহান কে  গালিগালাজ ও ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ায় ছাত্র লীগের ৩ নেতার  বিরুদ্ধে থানায় জিডি করেছে। সোহানুর রহমান সোহান ।


যানা যায়, গত ২০ মার্চ ভৈরব  থানা পুলিশ ছিনতাই হওয়া  ৪ লাখ টাকা সহ ৪ ছিনতাইকারী কে গ্রেফতার করে।এ বিষয়ে  থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন।  ছিনতাইকারীদের মধ্যে ১ সাব্বির নামে ১ জন পৌর ছাত্র লীগের  সাংস্কৃতিক  বিষয়ক সম্পাদক  বলে  জানা যায়।এ বিষয়ে বার্তাকাল ও মুক্তিযুদ্ধের  কণ্ঠে  সংবাদ প্রকাশের পর জেলা  ছাত্র লীগ সাব্বির কে পদ থেকে বহিষ্কার করে।পরে ক্ষুব্ধ  হয়ে ছাত্রলীগের ৩ সদস্য  ফেসবুকে  সোহান রহমানকে অকথ্য ভাষায়  গালিগালাজ করে প্রাণ নাশের হুমকি দেয়।জীবনের নিরাপত্তা চেয়ে সোহানুর রহমান সোহান   ছাত্র লীগের ৩ নেতার বিরুদ্ধে  থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেন।এছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি-সহ বিভিন্ন  সাংবাদিক সংগঠনগুলো তাদের সংগঠনের প্যাডে এ ঘটনায় জড়িত সংশ্লিষ্টদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অচিরে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ভৈরব মডেল থানার ওসি মোঃ শফিকুল ইসলাম কিশোরগঞ্জ প্রেস কে বলেন,এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন-রয়েছে


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন