বৃহস্পতিবার, ১৮ এপ্রিল দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানা গেছে। তারা হলেন বাজিতপুর এলাকার কৈলাগ এলাকার দিলবাহারের ছেলে মামুনুর রশিদ (২৫) ও একই এলাকার আবদুল্লাহ আল রাজিবের ছেলে আশরাফুল ইসলাম লাদেন (২০)। তারা মোটরসাইকেল যোগে বাজিতপুর থেকে কিশোরগঞ্জ আসছিলেন।
কটিয়াদী হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী দুইজন কটিয়াদী তেকে কিশোরগঞ্জ আসছিলেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।