ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ছুরিকাণ্ডে ছাত্রদল নেতাসহ আহত ৫

  • প্রতিনিধির নাম :মোস্তফা আল মাসুদ বগুড়া | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1307 জন
বগুড়ায় ছুরিকাণ্ডে ছাত্রদল নেতাসহ আহত ৫ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বগুড়া পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রদলের এক নেতাসহ পাঁচজন ছুরিকাহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) রাত ১০:৩০ টার দিকে শহরের রেল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের, পিয়াল, নাঈম, তানভীর। আহতরা সবাই চক সূত্রাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মাথায় আঘাত নিয়ে আরও একজন চিকিৎসা নিয়েছেন। তবে তার নাম নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে আজ রোববার সকালে ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের সঙ্গে হামলাকারীদের পূর্বের শত্রুতা ছিল। সোনাতলা থেকে ট্রেনে করে আসার সময় উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে যোবায়ের ও তার বন্ধুরা ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে অপেক্ষা করতে থাকে। এ সময় অপর পক্ষের লোকজন এসে তাদের ওপর হামলা চালায়। এতে জোবায়ের, পিয়াল, নাঈম ও তানভীর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের এলাকায় অভিযান চালায়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে রাজনৈতিক পূর্ববিরোধ বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তদন্ত শুরু করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স
গাজীপুরে কালীগঞ্জে বাংলা নববর্ষের উদযাপনে প্রস্তুতি সভা  অনু

গাজীপুরে কালীগঞ্জে বাংলা নববর্ষের উদযাপনে প্রস্তুতি সভা অনু