ঢাকা | বঙ্গাব্দ

ভোলা মনপুরায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 24, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 4476 জন
ভোলা মনপুরায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলার মনপুরায় হেফাজতে ইসলামী বাংলাদেশ  এর  কমিটি গঠিত করা হয়।

বৃহস্পতিবার ১৫ই মে মনপুরার হাজির হাট মারকাজ মসজিদে হেফাজতে ইসলামী বাংলাদেশের মনপুরা উপজেলার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। উক্ত   নির্বাচন পরিচালনা  কমিটির দায়িত্ব পালন করেন ভোলা জেলার হেফাজতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ মাওঃ আব্দুল মান্নান,মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ মফিজুল ইসলাম,   মাওঃ নেছার উদ্দিন সহ প্রমুখ। 

মনপুরা উপজেলা হেফাজতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওঃ মফিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ রফিকুক ইসলাম,সহ সভাপতি মাওঃ মুফতি ফরিদ উদ্দিন মাসুদ, হাফেজ মাকসুদুর রহমান, হাফেজ রফিকুল ইসলাম, মাওঃ হাফিজুর রহমান, হাফেজ মাওঃ মনিরুল ইসলাম, মুফতি এনায়েত উল্যাহ,সাধারন সম্পাদক নির্বাচিত হন  হাফেজ মাওঃ শিহাব উদ্দিন মনপুরী,সহ-সম্পাদক মাওঃ ফয়জুল্যাহ,মাওঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউসুফ, সহ- সাংগঠনওক সম্পাদক মাওঃ আবদুল মতিন ফয়েজী,হাফেজ মাওঃ মুফতি আশ্রাফ,অর্থসম্পাদক মাওঃ নেছার উদ্দিন নির্বাচিত হন। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফেজ মাওঃ শিহাব উদ্দিন মনপুরী বলেন,"মনুষকে সকল প্রকার ইসলামী বিরোধি আপ-সংস্কৃতি থেকে মুক্তকরে ইসলামের অনুসাষন জনগনের মাঝে সহজেই  পৌঁছে দেওয়ায় হবে আমাদের।
তিনি আরও বলেন, মনপুরা হেফাজতে ইসলামী সকল অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে। 


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম ব

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম ব