ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1237 জন
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা ছবির ক্যাপশন: স্বধীন ৭১
ad728
বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম সভায় সভাপতিত্ব করেন।

পলওয়েলের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ, বিভিন্ন পুলিশ ইউনিটের ডেলিগেটগণ, শেয়ারহোল্ডারগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় ১৫০টি পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় পলওয়েল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত আইজি (প্রশাসন ) মো. মতিউর রহমান শেখ বক্তব্য রাখেন। পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।

সভায় শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে নতুন শেয়ার ইস্যু ও শেয়ারের মূল্যমান বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ২০২৩-২৪ অর্থবছরে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। 

সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বিপিএম বলেন, পলওয়েলের নতুন শেয়ার ইস্যু এবং শেয়ারের মূল্যমান বৃদ্ধির ফলে এর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। তিনি বলেন, পলওয়েল জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে। সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করতে পারলে ভবিষ্যতে আমরা এ ধরনের আরো পুরস্কার পাবো। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের কাছে শেয়ার বিক্রির অর্থ দিয়ে গঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সেনাবাহিনীর সহযোগিতায় বদলে গেছে কুড়িগ্রাম কারাগারের চিত্র

সেনাবাহিনীর সহযোগিতায় বদলে গেছে কুড়িগ্রাম কারাগারের চিত্র