ঢাকা | বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ডাক

  • প্রতিনিধির নাম :ষ্টাফঃ রিপোর্টার মোঃ মিজানুর রহমান শান্ত | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9814 জন
সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ডাক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
রিয়াদুল ইসলাম জামাল, সভাপতি বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।আজ যখন একজন সাংবাদিক ক্যামেরা হাতে সত্যের পেছনে ছুটে, তখন তার সামনে শুধু লড়াই নয়—প্রাণনাশের শঙ্কাও দাঁড়িয়ে থাকে।

কেন? কারণ কেউ কেউ চায় না সত্যটা প্রকাশ পাক। কেউ কেউ চায় না যে সাধারণ মানুষ জানুক,কে চুরি করছে, কে মিথ্যা বলছে, কে অন্যায় করছে। কিন্তু আমরা ভয় পাই না।

 আমরা কলম চালাই শাসকের পেছনে নয়, জনগণের সামনে। আমরা ক্যামেরা ঘোরাই চেহারার সৌন্দর্য ধরতে নয়, চরিত্রের কালো দাগ দেখাতে। আমাদের সহকর্মীরা আজ নির্যাতনের শিকার,কে কোথায় মারা পড়ছে, কে নিখোঁজ, কে হুমকি পাচ্ছে,তা আর গোপন নয়।

তাই আজ শুধু প্রতিবাদ নয়, আজ প্রতিরোধ গড়ার সময়।আমরা বলছি,
আর না! আর সাংবাদিক হত্যা নয়! আর ক্যামেরা ভাঙা নয়! আর সত্যের কণ্ঠরোধ নয়!এই দেশের গণতন্ত্র বাঁচাতে হলে, সাংবাদিকদের বাঁচাতে হবে।

আর সাংবাদিকদের বাঁচাতে হলে, আমাদের,আপনাকে, আমাকে, সবাইকে,সড়কে নামতে হবে, কণ্ঠ তোলতে হবে, এবং চোখে চোখ রেখে বলতে হবে: সাংবাদিকের রক্তে লেখা ইতিহাস কখনো থামানো যায় না।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
ভোলা যুব উন্নয়ন থেকে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা পরিদর্শন

ভোলা যুব উন্নয়ন থেকে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা পরিদর্শন