ঢাকা | বঙ্গাব্দ

পর্যটকদের জন্য বাগেরহাটে আধুনিক মোটেলের যাত্রা শুরু

  • প্রতিনিধির নাম :তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 3806 জন
পর্যটকদের জন্য বাগেরহাটে আধুনিক মোটেলের যাত্রা শুরু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাগেরহাটে আগত পর্যটকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইন’-এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।


শুক্রবার (৯ মে) বিকেলে মোটেলটির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধনের ঘোষণা দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বাগেরহাট শহরের অদূরে রণবিজয়পুরে অবস্থিত এ মোটেল উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয়রা। এখানে সর্বনিম্ন রুমভাড়া ১ হাজার টাকা, সর্বোচ্চ ৫ হাজার টাকা।

মোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে এসে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। সরকারি কাজে ব্যস্ত থাকায় সরাসরি যোগ দিতে পারেননি প্রধান অতিথি সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনের ঘোষণা দেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি বক্তৃতা করেন সরকারের দুই সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু এবং মশিউর রহমান। তারা দুজনই বাগেরহাটের সন্তান।

খান জাহান আলীর মাজারের ঠিক সামনে অবস্থিত হোটেলটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনেস্কো স্বীকৃত সুন্দরবন ও ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের নিকটবর্তী অঞ্চলে পর্যটকদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও প্রাকৃতিক পরিবেশে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই মোটেলের যাত্রা শুরু হলো।

অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এবং পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম , জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ সাদ্দাম হোসেন। আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মুনজুরুল হক রাহাত প্রমুখ।

মোটেলে রয়েছে ফ্যামিলি স্যুট, ডাবল ও ট্রিপল বেডরুম, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম, আধুনিক ল্যান্ডস্কেপিং এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেএমপির বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ

কেএমপির বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ