ঢাকা | বঙ্গাব্দ

চারুকলা অনুষদে বর্ণিল আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন ও নববর্ষের উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম, স্ট্যাফ রির্পোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1366 জন
চারুকলা অনুষদে বর্ণিল আয়োজনে চৈত্র সংক্রান্তি উদযাপন ও নববর্ষের উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হলো পুরোনো বছরকে। বাংলা নববর্ষের আগের দিনটিকে কেন্দ্র করে চারুকলার প্রাঙ্গণ রঙে, উৎসবে আর লোকজ সংস্কৃতির প্রাণবন্ত পরিবেশে মুখর হয়ে ওঠে।

অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আলপনা আঁকা,, লোকজ সংগীত পরিবেশনা,নজরুল সংগীত নাটক, এবং ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী। 

সকাল থেকেই প্রাঙ্গণে জমে ওঠে উৎসব। চারুকলার দেয়ালজুড়ে ফুটে ওঠে চিত্রশিল্পীদের তুলিতে রঙিন আলপনা, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।

উৎসব ঘিরে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি এবং বহিরাগত দর্শনার্থীরা। অনেকেই দেশীয় পোশাকে সেজে অংশ নেন উৎসবে। বিকেলে একটি জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামকে পরিপূর্ণতা এনে দেয়।যেখানে বাংলার লোকজ ঐতিহ্য তুলে ধরা হয় নানা রঙে ও আঙ্গিকে।সাংস্কৃতিক অনুষ্ঠানে গাণ পরিবেশন করেন মাহিদা আলম খান,সুবা তাহসিন চৌধুরী, নৃত্য করেন পিয়াশ। শেষ দিকে ব্র্যান্ড দল বিভিন্ন গাণের মাধ্যমে অনুষ্ঠান জমে তুলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া সিটি করপোরেশন এখন শুধু সময়ের ব্যাপার।

বগুড়া সিটি করপোরেশন এখন শুধু সময়ের ব্যাপার।