ঢাকা | বঙ্গাব্দ

শ্যামনগরে বেড়িবাঁধের ফাটলের একাংশ নদী গর্ভে বিলিন এলাকাবাসী আতঙ্কে

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 6467 জন
শ্যামনগরে বেড়িবাঁধের ফাটলের একাংশ নদী গর্ভে বিলিন এলাকাবাসী আতঙ্কে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

আজ(২৭ এপ্রিল) রোববার বেলা সাড়ে ১১ টার দিকে নদীতে জোয়ার বৃদ্ধি পেলে হঠাৎ করে ফাঁটল লাগা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একাংশ নদী গর্ভে বিলীন হয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়  ফাটল লাগা বেড়িবাঁধের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চুনকুড়ি নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীর মধ্যে ভাঙ্গন আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রত ভাঙ্গনকবলিত বেড়িবাঁধ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

স্থানীয় বিভিন্ন পেশার  সাধারণ মানুষ জানান, গতকাল শনিবার (২৬ এপ্রিল) সকালে হরিনগর বাজারের কাছে সিংহরতলী গ্রামের চুলকুড়ি নদীর বেড়িবাঁধের ৪০-৪৫ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ফাটল দেখা দেয়। 

এসময় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বেড়িবাঁধের ফাটল পয়েন্টে আধুনিক মানের জিওটিউব দিয়ে বাঁধের ভাঙ্গন প্রতিরোধে কাজ শুরু করে।  কিন্তু এ ঘটনার একদিন পরেই রোববার দুপুরের জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পেলে হঠাৎ করে ফাটল দেখা দেওয়া বাঁধের একাংশ নদীতে বিলিন হয়ে যায়। দ্রæত এই ভাঙন পয়েন্ট সংস্কার করতে না পারলে নদীর প্রবল  সম্পূর্ন বাঁধ ভেঙে মুন্সিগঞ্জ ও হরিনগর ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে। ক্ষতি হতে পারে বসতবাড়ি, চিংড়িঘের, মিঠা পানির পুকুর, ফসলি জমি সহ রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা।

স্থানীয় বাসিন্দা আইয়ুব হোসেন বলেন, বাঁধের ফাটলের একাংশ নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ায় ঝুকি আরো বৃদ্ধি পেয়েছে। নদীতে এখন জোয়ার বৃদ্ধি পাচ্ছে। স্রোতের টানে বাঁধের বাকি অংশ যদি ভেঙে যায় তাহলে শ্যামনগর উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়েবে।

তিনি আরো বলেন পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করছে বাঁধটি সংস্কার করার জন্য। কিন্তু জানিনা কয়দিন লাগবে। বাঁধটি দ্রæত সংস্কারের জন্য তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।  

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোছাঃ রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা কর্মকর্তারা সকাল সন্ধ্যা কাজ করছে বাঁধটি সংস্কারের জন্য। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহŸান জানান।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন সানি বলেন, চুনকুড়ি নদীর বেড়িবাঁধে গতকাল শনিবার ৩৫-৪০ মিটার জায়গা জুড়ে ফাটল শুরু হয়। শনিবার থেকেই আমরা কাজ করে যাচ্ছি হঠাৎ করে আজ রবিবার সকালে বাঁধের একাংশ ভেঙে নদীতে ডেবে যায়। ফলে ৩৫ মিটার এলাকা বেশি ঝুঁকিপূর্ণ রয়েছে। যাতে বাঁধ ভেঙে পানি ঢুকতে না পারে সেই জন্য জিওটিউব দিয়ে ৫০/৬০ মিটার বিকল্প রিংবাঁধ দেওয়ার কাজ চলছে। আশা করছি খুব দ্রæতই কাজ শেষ হবে। এছাড়াও শ্যামনগরের কয়েকটি বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে, সেগুলোর কাজও শুরু করা 


নিউজটি পোস্ট করেছেন : জি, এম, আবু সাঈদ মিন্টু

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত-১, থানায় অভিযোগ দায়ের

ফকিরহাটে দুপক্ষের সংঘর্ষে আহত-১, থানায় অভিযোগ দায়ের