ঢাকা | বঙ্গাব্দ

চায়ের দোকানে অন্তরালে ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাপ-ছেলে গ্রেফতার

  • প্রতিনিধির নাম :কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 848 জন
চায়ের দোকানে অন্তরালে ভারতীয় ইস্কাফ বিক্রির সময় বাপ-ছেলে গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা বাপ-ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

 শুক্রবার রাত ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষাফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৪৫)  ও তার ছেলে জাহিদ হাসান (২০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়।

পরে বাপ-ছেলে দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে শনিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৪,

ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-৪,