ঢাকা | বঙ্গাব্দ

খুব শীগ্রই আসছে মারুফ হাসান এর নতুন গান - নেশা হৃদয় জুড়ে

  • প্রতিনিধির নাম :কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 9174 জন
খুব শীগ্রই আসছে মারুফ হাসান এর নতুন গান - নেশা হৃদয় জুড়ে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
প্রযোজনা প্রতিষ্ঠান এ.আর মিউজিক অফিসিয়াল এর ব্যানারে আসছে তরুণ কণ্ঠশিল্পী মারুফ হাসান এর নতুন একটি গান" নেশা হৃদয় জুড়ে " গানটি লিখেছেন এস.আর রিফাত এবং গানটি সুর করছেন আসিফ জয়।

গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জামি উল হাসান ও ভিডিও চিত্রগ্রহনে ছিলেন রুমান আজাদ এবং গানটিতে প্রযোজনা করেছেন ,  এস.আর রিফাত ও আসিফ জয়।

কন্ঠ শিল্পী মারুফ হাসান  আমাদের জানান, গানের কথা ও সুর সঙ্গীত সবমিলিয়ে অসাধারণ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কে ভালোকিছু উপহার দেওয়ার জন্য আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে।

এ আর মিউজিক অফিসিয়াল এর কর্ণধার আসিফ জয় এবং এ আর রিফাত জানান, আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মিউজিক অফিসিয়াল ইউটিউব চ্যালেন এর ব্যানারের আরও একাধিক শিল্পীর গান মুক্তির অপেক্ষায়  রয়েছে সবাই আমাদের জন্য দোয়া করেন।  জয় হোক বাংলা গানের জয় হোক মানবতার।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের নৈতিক জীবনগঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: মেয়

শিক্ষার্থীদের নৈতিক জীবনগঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে: মেয়