প্রযোজনা প্রতিষ্ঠান এ.আর মিউজিক অফিসিয়াল এর ব্যানারে আসছে তরুণ কণ্ঠশিল্পী মারুফ হাসান এর নতুন একটি গান" নেশা হৃদয় জুড়ে " গানটি লিখেছেন এস.আর রিফাত এবং গানটি সুর করছেন আসিফ জয়।
গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক জামি উল হাসান ও ভিডিও চিত্রগ্রহনে ছিলেন রুমান আজাদ এবং গানটিতে প্রযোজনা করেছেন , এস.আর রিফাত ও আসিফ জয়।
কন্ঠ শিল্পী মারুফ হাসান আমাদের জানান, গানের কথা ও সুর সঙ্গীত সবমিলিয়ে অসাধারণ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের কে ভালোকিছু উপহার দেওয়ার জন্য আশা করি এই গানটিও আপনাদের ভালো লাগবে।