প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2025 ইং
খুলনা মহানগরীর আড়ংঘাটায় ইজিবাইক চালক এর লাশ উদ্ধার করেছে পুলিশ

আজ( ১৯শে) এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়কের তেলিগাতী গ্রামের রাজাপুর নামক এলাকায় জিহাদের ঘেরের মধ্যে থেকে ইজিবাইক চালক নুর ইসলাম(৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ, সে গাইকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল বেলা আনুমানিক চারটের সময় সে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয়রা জানান হত্যাকারীরা তাকে হত্যা করে লাশ দড়ি দিয়ে বেঁধে প্রস্তাবন্দি করে ঘেরের মধ্যে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় অভয়নগর থানাধীন এলাকা থেকে জিপিএস এর মাধ্যমে ইজি বাইকটি উদ্ধার করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ