বুধবার সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ভিডব্লিউবি এর সুবিধাভোগীদেরকে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিঁষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো: সাইদুর রহমান।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার উপপরিচালক মো: ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মর্তুজা খালেদ। প্রধান অতিথি ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগীদের স্বাস্থ্য, পুষ্টি, বিল্য বিবাহ, প্রকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়ে সচেতনতার মান নিরূপণ করে তা তাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভিডব্লিউবি চক্রের ৩৭ জন সুবিধাভোগী।