ঢাকা | বঙ্গাব্দ

ভোলায় আইসিডিএস এর উদ্যোগে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 22-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 273484 জন
ভোলায় আইসিডিএস এর উদ্যোগে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

বুধবার সকালে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ভিডব্লিউবি এর সুবিধাভোগীদেরকে জীবন দক্ষতা ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।


মহিলা ও শিশু বিঁষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো: সাইদুর রহমান।


সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ভোলার উপপরিচালক মো: ইকবাল হোসেন। সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস।


প্রশিক্ষণটি পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মর্তুজা খালেদ। প্রধান অতিথি ভিডব্লিউবি চক্রের সুবিধাভোগীদের স্বাস্থ্য, পুষ্টি, বিল্য বিবাহ, প্রকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়ে সচেতনতার মান নিরূপণ করে তা তাদের ব্যক্তি ও পারিবারিক জীবনে কাজে লাগানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করেন  সোনাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের  ভিডব্লিউবি চক্রের ৩৭ জন সুবিধাভোগী।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন