শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। রবিবার, ১০ নভেম্বর বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মিছিলটি পাকুন্দিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মির্জাপুর রোড পাট মহল মঠখোলা রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।
এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, বিএনপি আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ আওয়ামী লীগ গেল কই’ ইত্যাদি স্লোগান দেন।
এ সময় পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহবায়ক সুমন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাকিবুল আলম ছোটন, যুবদলের নেতা মোস্তফা কামাল জুয়েল, পৌর বিএনপি সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, ছাত্র দলের সভাপতি মাজহারুল ইসলাম উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।