ঢাকা | বঙ্গাব্দ

চরফ্যাশনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত

  • আপলোড তারিখঃ 01-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 112751 জন
চরফ্যাশনে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলার চরফ্যশন উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো "দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"।


শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে যুব দিবসের র‍্যালি শুরু হয়।


র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। 


এ সময় যুবকদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। ওছাড়াও শতাধিক যুবক-যুবতীকে দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য করা পাঠ করান ছাত্র সমন্বয়ক।


পরে দিবসটি উপলক্ষে উপজেলা কমপ্লেক্সে যুব উন্নয়ন কর্মকর্তা ও ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যের অংশ গ্রহণে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন