ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে অটোরিকশা খাদে পড়ে নিহত ২

  • আপলোড তারিখঃ 13-04-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 286967 জন
পটুয়াখালীতে অটোরিকশা খাদে পড়ে নিহত ২ ছবির ক্যাপশন: সংগ্রহকৃত ছবি
LaraTemplate

পটুয়াখালীর কলাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উপজেলার বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনার বড়ইতলা এলকার আফজাল হোসেন (৬০) ও চড়পাড়া এলাকার জাকারিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক আমতলী থেকে পাঁচজন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন নামে এক অটোরিকশা চালক বলেন, আমতলী থেকে আসা অটোরিকশাটি বেপরোয়াভাবে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও দুজন মারা যান।

এ বিষয় কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন