ঢাকা | বঙ্গাব্দ

কেসিসি কর্তৃক অনলাইনে ট্রেড লাইসেন্স এর কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড তারিখঃ 27-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 246168 জন
কেসিসি কর্তৃক অনলাইনে ট্রেড লাইসেন্স এর কার্যক্রমের  উদ্বোধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনা, সিটি কর্পোরেশনে (কেসিসি) সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের সভা আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা সিটি কর্পোরেশনের মাননীয়  মেয়র  তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সিটি মেয়র কেসিসি’র অনলাইন ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।উক্ত সভায়।

   

সভাপতিত্ব করেন কেসিসির সচিব (অতিরিক্ত দায়িত্বে) সানজিদা বেগম। 


উদ্বোধনকালে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সে কারণে দেশে তথ্যপ্রযুক্তির ব্যবহার বেড়েছে।


সেজন্য সমস্ত কার্যক্রম  অনলাইনের আওতাভুক্ত করে  অতি অল্প সময়ের মধ্যে কার্য সম্পাদন করা সম্ভব। অনলাইনে ভোগান্তিমুক্তভাবে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদানের কার্যক্রম আজ থেকে শুরু হলো।


এর মাধ্যমে অফিসে না এসেই ব্যবসায়িরা ট্রেড লাইসেন্স পাওয়ার সুযোগ পাবেন। গতবছর সিটি কর্পোরেশনে অনলাইনে হোল্ডিং ট্যাক্স প্রদান কার্যক্রম চালু হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্নীতির সুযোগ কমবে।


পরে একই স্থানে দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কর্মশালা এবং সিএলসিসি সভা অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্যানেল মেয়র-১ এস এম রফিউদ্দিন আহম্মেদ, কেসিসি’র কাউন্সিলর, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন