ঢাকা | বঙ্গাব্দ

আতঙ্কে রয়েছে পাইকগাছা গড়ুইখালীর কৃষকেরা

  • আপলোড তারিখঃ 08-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 73040 জন
আতঙ্কে রয়েছে  পাইকগাছা গড়ুইখালীর কৃষকেরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার পাইকগাছার ১০ নং গড়ুইখালী ইউনিয়নের কুমখালি মৌজায় আনুমানিক  ৩২ বিঘা জমিতে কৃষকের রোপনকৃত আমন ধান স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে কেঁটে নেওয়ার পায়তারা করছে। 


আজ (০৮  ডিসেম্বর)  রোববার এলাকাবাসী একত্রিতভাবে রোপনকৃত ধানের ক্ষেত পাহারা দেন। স্থানীয় সূত্র ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য  জনাব রমেশ  চন্দ্র বর্মন এর বর্ণনামতে জানা যায় যে,গত ইংরেজি ১৮  আগস্ট -২০২৪ উক্ত ধান মোঃ কামরুল ইসলাম মোল্লা, মোঃ হুমায়ুন সরদার, সুদীপ্ত কুমার বর্মন ( সঞ্জয়)  ও ভবসিন্ধু ঘোরামি রোপন করেন।


কিন্তু ধান পাকার পরে স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে উক্ত ৩২ বিঘা জমির  নিজেদের বলে দাবি করে ও ভয়ভীতি প্রদর্শন  করে আসছে।  সরোজমিনে যেয়ে স্থানীয় গড়ইখালী ইউনিয়নের কুমখালি গ্রামের বিধান বর্মন, হিরন্ময় মন্ডল, দীনেশ মন্ডল, কাকলি মন্ডল, কৃষ্ণপদ বর্মন ও সোনাদানা ইউনিয়নের খাটুমারি  গ্রামের আব্দুল হাকিম, খলিল, হাই, আব্দুর রব, সালামের কাছ থেকে জানা যায় যে, উক্ত  ৩২ বিঘা জমিতে মোঃ কামরুল ইসলাম মোল্লা,  মোঃ হুমায়ুন সরদার, সুদীপ্ত কুমার বর্মন ( সঞ্জয়) ও ভবসিন্ধু ঘোরামি এই ধান রোপন করেছেন।


এ সময় ভবসিন্ধু ঘোরামি দাবি করেন যে,আমরা যারা উক্ত ধান রোপণ করেছি এখন ধান পাকার মুহূর্তে আমরা যাতে সময়মত ধান কাটতে পারি তার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন