ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল এর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি আজ সকাল ১১:০০ ঘটিকায় প্রেসক্লাব নান্দাইলের সভাপতি ও ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য হান্নান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের ব্যানারে আয়োজিত উক্ত প্রতিবাদ সভায় উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তৃতা প্রদান করেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি ও ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য হান্নান মাহমুদ,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি।
ও আমাদের সময় পত্রিকার নান্দাইল প্রতিনিধি এনামুল হক বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূইয়া বাবুল,প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক ও যুগান্তরের নান্দাইল প্রতিনিধি শামছ ই তাবরীজ রায়হান, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এ হান্নান আজাদ সহ প্রমুখ।
সভায় বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সাংবাদিকদের সাথে বিভিন্ন সময়ে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির নিউজ প্রকাশ করায় সাংবাদিকদের মিথ্যা মামলার হুমকি প্রদান করা থেকে বিরত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।
এমনকি উপজেলা নির্বাহী অফিসার এর অপসারণের দাবীতেও বক্তারা মতামত তুলে ধরেন। গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের নামেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ধরেন বক্তারা।গত ৫ ই জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দের পর্যবেক্ষক কা্র্ড ইসুকে কেন্দ্র করে ইউ এন ও কতৃক হয়।
রানির অভিযোগে সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ পরিলক্ষিত হয়েছে। যার ফলশ্রুতিতে নান্দাইলের ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম কা্র্ড বর্জন করতে বাধ্য হয়েছিল।
উক্ত মানববন্ধনে নান্দাইলের ৫ টি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থ,কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি রবিউল আলম ফরাজি সহ আরো অনেকেই।