ঢাকা | বঙ্গাব্দ

জ্ঞান গর্ভী নই-কো আমি, মোঃ আবুল কালাম আজাদ

  • আপলোড তারিখঃ 30-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8562 জন
জ্ঞান গর্ভী নই-কো আমি,  মোঃ আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

জ্ঞান গর্ভী নই-কো আমি 

মোঃ আবুল কালাম আজাদ 

তারিখ:- ৩০/০১/২০২৫ খ্রিঃ 


জ্ঞান গর্ভী নই-কো আমি 

সদা সাদা চলি,

দুঃখ ব্যাথা পেলেও সদা 

হেঁসে কথা বলি।

অধম আমি নিজকে বলি 

নাদান আমার মন,

সবার কাছে শিখতে চাই 

এটাই আমার পণ।

দোয়া চাই সবার কাছে 

আছেন যত প্রিয়জন,

আরো দোয়া করবেন আমার 

সকল ভক্ত বন্ধুগন।

অধম কালাম কাব্যিক মনে 

কাব্য রচে চলি,

শান্তি সুখে রেখ আল্লাহ 

তোমায় বিনয় করে বলি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

বিরামপুর রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে নিহত—২