খুলনা জেলার কয়রা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত কোন প্রার্থী না থাকার ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে এ দলীয় বিরোধ গত জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরাজ করছে।
এলাকার সাধারণ নেতাকর্মীদের কথা অনুসারে জানা যায় অন্য দলের প্রার্থী না থাকার কারণে নেতাকর্মীদের ভিতরে এ কোন্দল সৃষ্টি হয়েছে, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে সব সমাধান হয়ে যাবে।
ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট আগামী ২৯ মে কয়রা উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। কয়রা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫৩৭জন যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯০ হাজার ৩২০জন এবং নারীভোটার সংখ্যা ৮৮ হাজার ২১৬ জন।
কয়রা উপজেলা নির্বাচনে তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে এবং তারা তিন জনেই আওয়ামী লীগ পন্থী, তারা হলেন জনাব এস এম শফিকুল ইসলাম (আনারস) বর্তমান কয়রা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি যুবলীগ কয়রা উপজেলা।
এবং জনাব জি এম মহাসিন রেজা (মটর সাইকেল) সাবেক উপজেলা চেয়ারম্যানওসভাপতি আওয়ামী লীগ কয়রা উপজেলা, এবং অ্যাড.অনাদি সানা (ঘোড়া) মার্কা নিয়ে নির্বাচন করবেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবার কয়রা উপজেলা নির্বাচন করবেন।
(গত ১৩ মে) পথিক বরাদ্দের পর থেকে প্রার্থীগণ নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছে। তবে নির্বাচনে প্রচারণায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ পন্থী দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। যার ফলে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান সমর্থিত জনগণের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।