ঢাকা | বঙ্গাব্দ

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহাদ সম্পাদক হাসিব

  • আপলোড তারিখঃ 29-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 113675 জন
ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহাদ সম্পাদক হাসিব ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন 'দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে'র যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা। 


এতে আব্দুল আহাদ সভাপতি এবং হাসিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজাম্মুল হোসেন ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ উসমান বিন হাসনাইন, অর্থ সম্পাদক জুবায়ের নেছারী, যুদ্ধ অর্থ সম্পাদক এইচ এম আরাফাত, প্রচার সম্পাদক মহিউদ্দিন, উপ সম্প্রচার সম্পাদক সালেক মাহমুদ, দপ্তর সম্পাদক খালিদ হাসান, উপ দপ্তর সম্পাদক আবু বকর, গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছারী এবং সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- ইসমাইল রাহাত, মাজহারুল ইসলাম, ওলিউল্লাহ, গোলাম রাব্বি এবং খালিদ সাইফুলাহ।


নব মনোনীত সভাপতি আব্দুল আহাদ বলেন, আমাদের সংগঠন শুধুমাত্র শিক্ষা ও আদর্শের প্রচার নয়, বরং পরস্পরে মিলর এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম দারুর সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সকল সদস্যের উন্নতি, পারস্পরিক সহযোগিতা এবং ইসলামী চেতনার বিকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।


সাধারণ সম্পাদক হাসিবুর রহমান বলেন, দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের মূল লক্ষ্য হলো ছারছীনা দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।


প্রসঙ্গত, দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন এটি ছারছীনা থেকে ইবিতে পড়তে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন