পাবনা জেলার চাটমোহর পৌর সদর থেকে প্রকাশিত ও পরিবেশিত বহুল পঠিত জনপ্রিয় সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক কেএম বেলাল হোসেন স্বপন এর ৪৮ তম জন্মদিন আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ইং।
কেএম বেলাল হোসেন স্বপন ১৯৭৬ সালের ২৬শে সেপ্টেম্বর চলনবিল তথা প্রাচীন জনপদ হান্ডিয়ালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে (খোন্দকার পরিবারে) জন্মগ্রহণ করেন।
তার পিতা ছিলেন একজন প্রজ্ঞাশীল স্কুল শিক্ষক ও মা আদর্শ গৃহিনী।
শৈশব কৈশোর কেটেছে চাটমোহর পৌর সদরে প্রাথমিক শিক্ষা সমাপ্তি করে ও চাটমোহর আর সি আর এন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সমাপ্তি করে এবং দেশের নাম করা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা সমাপ্ত করেছেন।
ছাত্র জীবন থেকে প্রবল নেশার ঝোঁকে সাংবাদিকতা করা পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতার উপর বহু প্রশিক্ষণ ডিপ্লোমা সম্পন্ন করেছেন। মফস্বল শহর চাটমোহর থেকে সাপ্তাহিক সময় অসময় পত্রিকা বের করেছেন এখনও অব্যাহত রয়েছে। তিনি সত্য উদঘাটন করতে ভালোবাসেন ও একারনে কারারুদ্ধ জীবন যাপনও করেছেন।
তিনি একজন অসম্ভব জনপ্রিয় ব্যক্তিত্ব চাটমোহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে রাজনৈতিক দলের মদদপুষ্ট হেভিওয়েট প্রার্থীদের কে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন তিনি চাটমোহর রিপোটার্স ইউনিটির সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC)এর সভাপতি।
তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাটমোহর উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
তিনি দূর্নীতি বিরোধী কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকেছেন ও আমৃত্যু অবধি দুর্নীতির বিরুদ্ধে তার সংগ্রাম চলবে তিনি বড়াল নদী রক্ষা আন্দোলন তথা প্রকৃতি ও পরিবেশ, জলবায়ু রক্ষা সহ নানাবিধ সমাজ সেবা মুলক, সমাজ সংস্কার মুলক কাজের সাথে রক্ত প্রানে মিশে কাজ করে যাচ্ছেন।
ব্যক্তি জীবনে তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক বড় মেয়ে ও ছোট উভয়েই স্ব-স্ব প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করে চলছে অনবরত।
ছেলেও কোন অংশেই কম নয়! বড় বোনদের ধারাবাহিকতা রক্ষা করেই পথ চলছে।
ব্যক্তি জীবনে একজন সু গৃহিনীর আঁচলের সেবায় চতুর্দিকে জয় জয়াকারে উদ্ভাসিত।
সহধর্মিণী রোখসানা পারভীন চাটমোহর পৌরসভার একজন কর্মচারী, যিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে সারা দেশব্যাপী পরিচিত পেয়েছেন। কর্ম উদ্যোক্তা নারীদের সংগঠন উই এর একজন সক্রিয় সদস্য/কর্মী।
সমসাময়িক সময়ে রোখসানা রান্নার মসলা দেশ জুড়ে সুনাম কুড়াচ্ছে আদর্শ স্ত্রীর সংস্পর্শে থেকে তিনি তার মহৎ কর্ম যজ্ঞকে আরো এগিয়ে নিতে পারছেন।
আজ ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ইং শ্রদ্ধাবরেষু কেএম বেলাল হোসেন স্বপন এর ৪৮ তম জন্মদিবসে তার প্রতি, তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি তাদের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মুহুর্তে কৃতকর্মে সফলতা কামনা করছি। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে অনেক অনেক দোওয়া ও ভালোবাসা প্রেরন করছি।
সেই সাথে মহান আল্লাহর দরবারে মোনাজাত করি তুমি রহমত বরকত ফজীলত দ্বারা আবৃত করো কেএম বেলাল হোসেন এর জীবন ও পরিবার, পরিবারের সদস্যদেরকে।