ঢাকা | বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

  • আপলোড তারিখঃ 21-06-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 250881 জন
কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ছবির ক্যাপশন: স্বাধীন৭১
LaraTemplate

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ করা হয়।



এতে সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. খালেক, আউলিয়ার পাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. আব্দুল আউয়াল, আরজত আতরজান উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাও. মো. আব্দুর রাজ্জাক গাফুরী, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, আ’লীগ নেতা মো. সিরাজুল ইসলাম ছাড়াও সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এসময় সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের আহ্বায়ক রায়হান জামান বিগত পাঁচ বছরে সংগঠনের কর্মসূচীর বাস্তবায়িত সামাজিক উন্নয়নমূলক কাজের ভিডিও চিত্র প্রদর্শনী দেখিয়ে বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে রক্তদান, রাস্তাঘাট, সাঁকো, কালভার্ট মেরামত, সরকারি বিশেষ স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, দরিদ্রদের চিকিৎসা প্রদান, এতিম শিক্ষার্থীদের বাৎসরিক।


শিক্ষাসামগ্রী প্রদান, দরিদ্র কৃষকদের কৃষি কাজে সহযোগিতা, দরিদ্রের যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্যতা বিমোচন ও দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থার মতো মানবিক কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা ও সুপরামর্শ পেলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব বলে আশা রাখি ইনশাআল্লাহ’।


অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য ফরহাদ ফারুকী ও উবায়দুল্লাহ সাঈদ। অনুষ্ঠান শেষে রক্তদান ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখা ৫০ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন