ঢাকা | বঙ্গাব্দ

পদ্মা সেতু পার হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেনটি।

  • আপলোড তারিখঃ 25-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 89780 জন
পদ্মা সেতু পার হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক ট্রেনটি। ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আজ রোববার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে পদ্মা সেতু পার হয়ে খুলনা পৌঁছেছে পরীক্ষামূলক শেষ ট্রেন। খুলনা-ঢাকা রুটে পরীক্ষামূলক ট্রেনের তৃতীয় ট্রায়াল এটি।


 এ সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ১২ বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে খুলনায় ছেড়ে যায় ট্রেনটি। ডিসেম্বরে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।


ট্রায়াল ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।


ট্রেনটি খুলনায় এসে পৌঁছলে রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি ও রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান তারা।


রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি বলেন, আমরা সফলভাবে তিনটি ট্রায়াল সম্পন্ন করেছি। দেখলাম তিন ঘণ্টা ৪৫ থেকে ৫০ মিনিট সময় লেগেছে। আমাদের পরিকল্পনা আছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাণিজ্যিকভাবে এ রুটে ট্রেনের যাত্রা শুরু করা।


ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের পদ্মবিলা স্টেশন পর্যন্ত ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। যশোরের পদ্মবিলা থেকে সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে পৌঁছায় ট্রেনটি। এ সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ১২ বগি নিয়ে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর থেকে খুলনায় ছেড়ে যায় ট্রেনটি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে  ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন