তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ" এই স্লোগান কে সামনে রেখে ১৩( এপ্রিল) ২৪ রোজ শনিবার সকাল ৯ থেকে সাড়ে ৪টা পযর্ন্ত কিশোরগঞ্জ জেলার নিকলী থানার গুরই ইউনিয়ন পরিষদের সামনে রক্তদানে ফয়েজ ফাউন্ডেশন এর তৃতীয় বিনামূল্যে ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত।
জনাব জাকির হোসেন এর পরিচালনায়, উপস্থিত সকলের উদ্দেশ্য মানবতার কাজে শরিক হয়ে মানুষকে রক্ত দিয়ে সহায়তা করার আহবান করেন অনুষ্ঠানের অতিথিরা, বক্তব্য দেন হাফেজ জুনায়েদ আহমেদ, জনাব জুনায়েদ আহমেদ,জনাব রহমতুল্লাহ।
রক্তের গ্রুপ পরীক্ষা করেন ডাক্তার পাভেল রহমান নাইম, নিকলী উপজেলা হাসপাতাল, জনাবা রুপা আক্তার, এবং জনাবা রুকসানা আক্তার।
কার্যকরী সদস্য সচিব জনাব মোহাম্মদ নাইম বলেন "রক্তদানে ফয়েজ ফাউন্ডেশন, এটি একটি মানবিক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন, উদীয়মান কিছু তরুণ প্রজন্মের হাত ধরে পরিচালিত আজকের ক্যাম্পেইনে ২৫০+মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেন। আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ, জনাব মিজানুর রহমান, জনাব তালিম আহমেদ, তুহিন মিয়া সহ আরো অনেকে।