ঢাকা | বঙ্গাব্দ

রাংগুনিয়া সরফভাটা ৫০০ দরিদ্র মানুষ পেল আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসার ইফতার সামগ্রী

  • আপলোড তারিখঃ 10-03-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 294684 জন
রাংগুনিয়া সরফভাটা ৫০০ দরিদ্র মানুষ পেল আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসার ইফতার সামগ্রী ছবির ক্যাপশন: স্বাধীন একাত্তর
LaraTemplate

চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৫০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।


ইউনিয়নের ঐতিহ্যবাহী "আবদুর রাজ্জাক দাখিল মাদ্রাসা"র পক্ষ থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। রোববার (১০ মার্চ) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে  মো. আবদুল জব্বার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 


#এসময়_উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মো. শামসুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে নূরুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আলী সওদাগর, মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ। 


#শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোজার পূর্বে প্রতি প্যাকেটে ত্রিশ কেজি সমপরিমাণ ইফতার ও সেহেরি সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন উপহার পাওয়া দরিদ্র জনসাধারণ। এভাবেই দীর্ঘ বছর ধরে দরিদ্র অসহায়দের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী, ঈদ বস্ত্র বিতরণ, করোনাসহ বিভিন্ন দুর্যোগে সহায়তা দিয়ে আসছে আব্দুর রাজ্জাক কারিগরি মাদ্রাসা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছেন তাঁরা।


নিউজটি পোস্ট করেছেনঃ সাইফুল ইসলাম সানি

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন