গত রবিবার সকাল দশটার দিকে ,মৌজা কমলপুর ১০ নং পুনট্রি ইউনিয়ন পোস্ট অফিস আমতলী , থানা চিরিরবন্দর জেলা দিনাজপুর । এর অধীনে দামুয়াপাড়া ও ভদ্রকালী মন্দির মূল সড়ক হতে প্রায় ০১ কিলোমিটার রাস্তা সরুপথ হওয়ায় ,এই এলাকার জন্য অতীব জরুরি বড় রাস্তা।
দামুয়াপাড়া উক্তপাড়ায় নারী পুরুষ ও শিশুসহ প্রায় ১৫০ জনের বসবাস রয়েছে। সেখানে মূল সড়ক জনগণ জমির সরু আইল দিয়ে দীর্ঘদিন পথ চলছে, কোন সড়ক সুবিধা নেই সেখানেই কোন গর্ভবতী মাতার প্রসব বেদনা উঠলেন সেই গর্ভবতী মহিলাকে কাঁধে করে কয়েকজন মিলে ধানক্ষেতের উপর দিয়ে নিয়ে যাইতে হয় মূল রাস্তায় নিয়ে যাওয়ার পরে ভ্যানে করে হসপিটালে নিয়ে যাওয়া হয় । সেটা দেখতে অনেকটা হৃদয়বিজারক হয়ে দাঁড়ায় । হয়তো বা সবার বাড়িতে এমন লোক নাও থাকতে পারে তাই এলাকার সবাই মিলে বড় রাস্তা করণ হিসেবে মানববন্ধন করেন।
তাছাড়াও অনেক সময় ওই এলাকায় যদি কোন মানুষ মারা যায় তাহলে সেই মৃত মানুষকে কাঁধে করে নিয়ে যাইতে অনেক ভোগান্তির শিকার হতেৎ হয় যা এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ নেমে আসে। তাছাড়া পাশে একটি হিন্দু এলাকা থাকায় সেখানে একটি ভদ্রকালী মন্দির আছে সেই কালী মন্দিরে কোন রাস্তা না থাকায় ধান ক্ষেতে সরু রাস্তা দিয়ে মানুষ ওই মন্দিরে যায় এবং আরাধনা করে । বৃষ্টির সময় এই পূজা আয়োজন হলেও সেখানে কেউ যাইতে পারেনা কারণ বৃষ্টির পানি অনেক উঁচুতে থাকায় কেউ সেখানে আরাধনা করতে পারে না। ফলে সংখ্যালঘু হিসেবে হিন্দু বসবাস করলে তাদের দেখার মত কেউ নেই তাই তারা ভীষণভাবে অবহেলিত মানববন্ধন কালে দুটি গ্রামের প্রায় ১৫০ জন পুরুষ মহিলা ও শিশু সহ এবং এলাকার মান্যগণ্য লোক উপস্থিত থাকে মানববন্ধন কর্মসূচি পালিত হয় তাই তাদের দাবি যেন সবার চোখের নজরে আছে এবং এলাকার দায়িত্ববান লোকের নজরে আসে ।
উক্ত গ্রামটি যে মাল্লির পথ সেখানে কিছুটা পথ সরকারি জায়গায় পড়লে ও কিছু পথ মালিকানাধীন জমি রয়েছে এবং সেই মালিকগণ কিছু জমি দিবে এবং বাকি জমিটা কিনে নিয়ে রাস্তাটা করার সিদ্ধান্ত গ্রহণ করায় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
তাইতো এলাকার বিত্তবান লোকদের নজরে আসায় এবং আর্থিকভাবে সরকারি সহযোগিতা একান্ত কামনা করে ওই এলাকার সকল জনগোষ্ঠী মানববন্ধন করে। খবর পেয়ে তাৎক্ষণিক স্বাধীন ৭১ নিউজদাতা গিয়ে সংবাদ সংগ্রহ করে, এবং সবার নজরে আসার জন্য তাৎক্ষণিক পাবলিস্ট করার চেষ্টা করে।