ঢাকা | বঙ্গাব্দ

ঝালকাঠি রাজাপুরে বাসা থেকে যুবকের মরাদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 22-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 124931 জন
ঝালকাঠি রাজাপুরে বাসা থেকে যুবকের মরাদেহ উদ্ধার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ঝালকাঠির রাজাপুরে আশিকুর রহমান (২৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর রোজ রোববার দুপুরে উপজেলার দক্ষিণ বাঘড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


আশিক উপজেলার সাংগর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের কম্পিউটার ল্যাব সহকারী পদে কর্মরত ছিলেন।


বিষয়টি রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আশিকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


জানা গেছে, আশিক তার পরিবার নিয়ে দক্ষিণ বাগড়ি ব্র্যাক অফিস এলাকার আবুল বাসারের বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো গতকাল শনিবার রাতে নিজঘরে ঘুমাতে যান আশিক। সকাল সাড়ে ১০টা বাজলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ কামরুল ইসলাম

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন