ঢাকা | বঙ্গাব্দ

চলনবিলের দক্ষিণ পাড়ে কিনু সরকারের জোলার স্লুইসগেট আবর্জনার স্তুপ-পানি নিস্কাশনের ধীর গতি- রবি শস্য চাষে বিলম্বের আশঙ্কা

  • আপলোড তারিখঃ 02-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 82822 জন
চলনবিলের দক্ষিণ পাড়ে কিনু সরকারের জোলার  স্লুইসগেট আবর্জনার স্তুপ-পানি নিস্কাশনের ধীর গতি- রবি শস্য চাষে বিলম্বের আশঙ্কা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পাবনা জেলার চাটমোহর উপজেলার কিনু সরকারের জোলায় স্লুইসগেটে আবর্জনার স্তুপ জমেছে, জলসবদ্ধতা পানি নিস্কাশনের সুব্যবস্থা বাঁধাগ্রস্ত হচ্ছে। আসন্ন মৌসুমে ধীর গতিতে রবি ফসল চাষে বিলম্বের আশঙ্কায় কৃষকেরা হতাশগ্রস্থ । চাটমোহর  উপজেলার বিলচলন ইউনিয়নের  নটাবাড়িয়া কিনু সরকারের জোলা দিয়ে খলিসাগাড়িবিলসহ জোলা সংশ্লিষ্ট বিভিন্ন বিলের পানি প্রবেশ করে এবং বের হবার জন্য  অন্যতম পথ হলো এই কিনু সরকারের জোলা।


কিনু সরকারের জোলায় পানি নিয়ন্ত্রণের জন্য ইতিপুর্বে আওয়ামীলীগ সরকার একটি স্লুইসগেট নির্মাণ করেছে ।  বর্তমানে উক্ত  স্লুইসগেটের মুখে কচুরিপানা,কলমি লতা সহ বিভিন্ন ধরনের আবর্জনাসহ আড়াইল ঘাস এবং অন্যান্য আবর্জনার ধাপ বা স্তুপ  ((হাউজা) জমে থাকায় দ্রুত পানি প্রবাহ বাঁধাগ্রস্থ হচ্ছে,ফলে পানি নিস্কাশনের ধীর গতি পরিলক্ষিত হচ্ছে । এ ছাড়া একটি প্রভাবশালী মহল প্রশাসনকে হাত করে কিনু সরকারের জোলায় একাধিক নিষিদ্ধ সৌঁতিজাল,বাঁধ এবং ঘের জাল,খরা ও চায়নাজাল পেতে মাছ ধরছে। অপরদিকে পানি প্রবাহ বাঁধা সৃষ্টি  করার ফলে বর্নিত বিলসমূহের জমে থাকা পানি বের হতে বিলম্ব হচ্ছে।


এতে করে ঐ বিলসমূহের পাকা আমন ধান পানিতে নষ্ট হচ্ছে  এবং নৌকার সাহায্য নিয়ে কাটতে হচ্ছে। ধান পরিবহন কাজেও নৌকা ব্যবহার করতে হচ্ছে। অপরদিকে খেঁসারি রাই- সরিষাসহ রবি শস্য ফসলের চাষ বিলম্ব হচ্ছে। এ ছাড়া বিনাচাষে রসুন ও মুলকাটা পিয়াজ রোপনও বিলম্ব হচ্ছে । এলাকার কৃষকদের দাবী স্লুইসগেটের মুখে জমে থাকা  কচুরিপানা ও অবর্জনার স্তুপ অপসারণ করতে দ্রুত পদক্ষেপ গ্রহন করা উচিত।  স্লুইসগেটের মুখ অবিলম্বে পরিস্কার করা না হলে পানি বের হতে বিলম্ব আরো সময় নেবে।এতে খলিসাগাড়ি বিল ও চড়ায় রবি শস্য ফসলের চাষসহ রসুনের চাষে মারাত্মক ক্ষতিগ্রস্ত  হবেন চলনবিলের দক্ষিণ পাড়ের কৃষকেরা।


বর্তমানে আমন ধান কাটতে কৃষকেরা  নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন সেটা সরেজমিনে দেখা গেছে । কৃষকদের দাবী অবিলম্বে আর্বজনার স্তুপ পরিস্কার করে দ্রুত পানি নিস্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তরে যথাযথ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন