চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ রোববার (১০ মার্চ) বিকেলে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম ফরহাদ। প্রধান আলোচক ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, সরফভাটা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, হাজী সোলেমান সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষানুরাগী হাজী মো. ইলিয়াছ, বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম উত্তরজেলার যুগ্ম আহবায়ক খোরশেদ আলম সুজন, সরফভাটা ইউপি সদস্য সাইফুদ্দিন আজম, দিদারুল আলম খোকন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব,সাধারণ সম্পাদক মাসুদ নাসির, অর্থ সম্পাদক জগলুল হুদা, সদস্য আরিফুল হাসনাত,সরফভাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সেলিম, সভাপতি আরিফুল ইসলাম সারেক।
বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক কাজল কান্তি নাথ, সদস্য আবদুল ওয়াদুদ টিপু, শিক্ষক সালমা সিকদার, ভঞ্জন বড়ুয়া প্রমুখ। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।