ঢাকা | বঙ্গাব্দ

প্রতীক পেয়ে প্রচারণায় পটিয়ার ১৬ প্রার্থী

  • আপলোড তারিখঃ 13-05-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 276375 জন
প্রতীক পেয়ে প্রচারণায় পটিয়ার ১৬ প্রার্থী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে চট্টগ্রামের পটিয়ার ১৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই তারা প্রচারণায় নেমেছেন।


সোমবার (১৩ মে) চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রামানিক সকালে জেলা নির্বাচন কার্যালয়েএসব স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।


নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ (আনারস), মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার (দোয়াত-কলম)।


ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-মোজাম্মেল হোসেন রাজধন (টিয়া পাখি),ঝুলন দত্ত (চশমা), আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার শাহরু (উড়োজাহাজ), মোহাম্মদ বেলাল (বৈদ্যুতিক বাল্ব), সাইফুল হাসান টিটু (মাইক), ডা. এমদাদুল হাসান (বই),  আশীষ তালুকদার (তালা), নাজিম উদ্দিন (টিউবওয়েল।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন মাজেদা বেগম শিরু (কলস), সাজেদা বেগম (প্রজাপ্রতি), কানিজ ফাতেমা শাওন (পদ্মফুল), আফরোজা বেগম জলি (হাঁস), নুর আয়েশা বেগম (ফুটবল),সুমি দে (বৈদ্যুতিক পাখা)।


সোমবার বিকাল থেকে প্রার্থীরা নির্বাচনের প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের এদিকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার। আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে। প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে প্রচারণা করেন সেদিকে নজরদারি রয়েছে।


এবারের উপজেলা নির্বাচনে ১২৮ টি কেন্দ্রে পটিয়ার ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৫ হাজার ৭৩৮ জন, নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮০৬ জন।

নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন