চাটমোহর প্রেসক্লাবের সদস্য নবনির্বাচিত অর্থ সম্পাদক সাংবাদিক জাকির সেলিমের পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক (৯২) মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ৩টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি চার ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।
মরহুম আবু বকর গত ১৯ জুন ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন,এছাড়া উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন দীর্ঘদিন, তাকে ওই দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসকরা তার শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন এবং মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যা চিহ্নিত করেন। তারপর থেকে তিনি রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
মরহুম আবু বকর সিদ্দিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরোপকারী, দানশীল ও সাদা মনের মানুষ হিসেবে তার সুনাম রয়েছে।
রাজশাহী থেকে চাটমোহরের হান্ডিয়ালের বড়বেলাই গ্রামের নিজ বাড়িতে আনার পর তার জানাযার সময় নির্ধারণ করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
মহান আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন,মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন।