ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় যুবকের পেট থেকে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার ও আটক

  • আপলোড তারিখঃ 14-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 99641 জন
খুলনায় যুবকের পেট থেকে ৮ পিস স্বর্ণের বার উদ্ধার ও আটক ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনায় ৮ পিস স্বর্ণের বারসহ আব্দুল আওয়াল (৩৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ গত কাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে  খুলনা নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


 আটক আব্দুল আউয়াল  কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামের জনৈক খলিলুর রহমানের ছেলে।


 খুলনা লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে এমন সংবাদের ভিত্তিতে লবণচরাধীন সাচিবুনিয়া মোড় এলাকার সেফা মেডিকেলের সামনে চেকপোস্ট বসানো হয় এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুল আউয়ালকে আটক করা হয়। 


কিন্তু প্রথমে থানায় নিয়ে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি পরে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করে তার পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায় পরে থানায় নেওয়ার পর তিনি বিশেষ কায়দায় পরপর ৮ স্বর্ণের বার বের করে দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন