ঢাকা | বঙ্গাব্দ

করিমগঞ্জে সাদিয়ানীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 23-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 56330 জন
করিমগঞ্জে সাদিয়ানীদের বিরুদ্ধে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মডেল মসজিদে আজ ২২ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার সকাল ৯ ঘটিকায় ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ ও সর্বস্তরের তৌহীদি জনতার অংশগ্রহণে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


সমাবেশ এ ইমাম উলামা পরিষদ করিমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোবারক হোসেন বুলবুল বলেন "ভারতের কথিত মাও: সাদ সাহেবের অনুসারী (সাদপন্থী-এতায়াতী) যারা ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মক আহত করেছিল এবং ১৮ ডিসেম্বর/২৪-এ আবার টঙ্গী ইজতেমার মাঠে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে ০৪ জনকে হত্যা করেছে। অনতিবিলম্বে হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি প্রদান এবং এহেন সন্ত্রাসীদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি করেন।


সমাবেশে আরো বক্তব্য রাখেন করিমগঞ্জ ইমাম উলামা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা নুরুল আমিন,  অর্থ-সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, গুজাদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ নূর ইসলাম, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা শফিকুর রহমান, নিয়ামতপুর ইউনিয়নের সভাপতি হযরত মাওলানা শাহজালাল সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সদস্য বৃন্দ।পরে মাওলানা মোবারক হোসেন বুলবুল এর নেতৃত্বে মডেল মসজিদ বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি করিমগঞ্জ প্লেসক্লাবে এসে শেষ করে ৫ সদস্যের একটি টিম উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ সুপারের কাছে সারক লিপি পেশ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন