ঢাকা | বঙ্গাব্দ

পাবনায় গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন শিল্পীগণ

  • আপলোড তারিখঃ 27-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 189285 জন
পাবনায় গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করলেন শিল্পীগণ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’, এমন সব কালজয়ী গান গেয়ে বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগৃহ করলেন পাবনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীবৃন্দ।



শহরের সাংস্কৃতিক চত্বর, লতিফ টাওয়ার, এআর কর্ণার, এআর প্লাজা, হক সুপার মার্কেট, শাহ আলম মার্কেট, রায়ের বাজার, আল আকসা মর্কেটসহ বিভিন্ন স্থানে বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা চেয়ে হাত বাড়ান সংগীত শিল্পীরা। এসময় সংগীত শিল্পীদের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবি মানুষ, ব্যবসায়ী থেকে সব শ্রেণি পেশার মানুষ।


এসময় সংগীত পরিবেশন করেন, কণ্ঠশিল্পী সুমন সরকার, পাভেল ওয়াহিদ, রবিরাজ, সুজন বৈরাগী, অ্যাটুইন ব্যান্ডের মাহবুবুল ইসলাম লিটন, নাট্যশিল্পী গৌতম কুমার, পথ সাহিত্য সংসদের সভাপতি আর কে আকাশ, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, জোহান, জনমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।  


সংগৃহকৃত অর্থ দায়িত্বশীল ও বিশ্বস্ত কোনো সংগঠনের মাধ্যমে বন্যার্ত মানুষের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন