চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (৮০) মৃত্যুবরন করেছেন। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন৷ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত বিভিন্ন দুরারোগ্য রোগে ভূগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লালানগর আশরাফ আলী মাস্টার বাড়ির মৃত দলিলুর রহমানের পুত্র।