ঢাকা | বঙ্গাব্দ

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ আটক ১

  • আপলোড তারিখঃ 03-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 44062 জন
কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ আটক ১ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

খুলনার কয়রা উপজেলার কালনা  বাজার সংলগ্ন এলাকা থেকে ৩৪ কেজি হরিণের মাংস ও একটি রানার মোটরসাইকেল নাম্বার প্লেটহীন আটক করা হয়েছে। 


আজ (০৩ জানুয়ারী) সকাল  ০৯:০৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার এস আই প্রণয় মন্ডল অভিযান পরিচালনা করে  উক্ত ৩৪ কেজি  হরিণের মাংস ও একটি রানার মোটরসাইকেল সহ ১জন কে আটক করেন। 


আটকৃত মোঃ ইকবাল মোড়ল (২৩) পিতা মৃতঃ আমিনুদ্দিন মোড়ল  গ্রাম কাশিমনগর থানা পাইকগাছা জেলা খুলনা। 


  উক্ত আটককৃত মাংস ও ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার  প্রস্তুতি চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন