র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৭:০০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ০৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৪,০২,০০০/- টাকা সহ ১। মোঃ জহুরুল ইসলাম (৪২), ২। মোঃ ফারুক হোসেন (৩৬), উভয় পিতা-মোঃ মাবুদ আলী @ মাহাবুল, ৩। মোঃ টিপু সরদার (৪২), পিতা-মৃত কলিম সরদার এবং ৪। মোঃ সজীব মন্ডল (২৮), পিতা-মোঃ আনারুল মন্ডল, সর্ব সাং-সোনাইকুন্ডি (পশ্চিমপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে জনস্বার্থে এমন ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে জানিয়েছেন র্যাব ১২ কুষ্টিয়া।