জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (৮০) মৃত্যুবরন করেছেন। শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন৷ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত বিভিন্ন দুরারোগ্য রোগে ভূগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লালানগর আশরাফ আলী মাস্টার বাড়ির মৃত দলিলুর রহমানের পুত্র।