ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় গাড়িচাপায় ভবঘুরের মৃত্যু

  • আপলোড তারিখঃ 02-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 47222 জন
পটিয়ায় গাড়িচাপায় ভবঘুরের মৃত্যু ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

পটিয়ার জুলির দিঘীরপাড় এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। 


আজ (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চক্রশালা জুলির দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়,নিহতের পরনে ছিল কালো প্যান্ট ও কালো সোয়েটার। স্থানীয়দের মতে, তিনি প্রায়ই ওই এলাকায় ঘুরাফেরা করতেন এবং ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় জানা যায়নি।


পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “গতকালও তাঁকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ভোরের দিকে দ্রুতগামী কোনো গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন