ঢাকা | বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ

  • আপলোড তারিখঃ 17-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26266 জন
বোরহানউদ্দিনে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তাদের একটি অংশে বিশেষ ভূমিকা পালন করে আসছে। সে ক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও।  সেই সব নারীদের এক প্লাটফর্মে আনতে অবদান রাখছে নারী উদ্যোক্তাদের সংগঠন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।


এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ আসছে ভোলার বোরহানউদ্দিনে।  এবার  অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি ) বিকেল ৪ টায় বোরহানউদ্দিন, ফুড ক্যাপিটাল রেস্টুরেন্ট অগ্রগতি নারী উন্নয়ন সংস্থা আত্মপ্রকাশ করলো।


সমাজে পিছিয়ে পড়া নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরীতে সংগঠনটি বিশেষ ভুমিকা পালন করবে বলে মনে করছেন অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা।


অগ্ৰগতি নারী উন্নয়ন সংস্থা সভাপতি ফারজানা আক্তার মিম সভাপতিত্বে আয়োজনটি শুরু হয়, অনুষ্ঠানে এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থার পাশে ছিলেন প্রধান অতিথি হিসেবে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার, নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম রুবেল এসময় তিনি বলেন এই অগ্রগতি নারী উন্নয়ন সংস্থাটির সকল কার্যক্রম আমার ভালো লেগেছে। এদের পাশে থেকে আমি সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।


নিজ নিজ অবস্থান থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠার গল্প তুলে ধরেন উদ্যোক্তারা। তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর মাঝেই দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসার প্রসার ঘটাতে শ্রম দিচ্ছেন তারা। এমন আয়োজনটি তাদের পথচলায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।


অনুষ্ঠানে কনিকা আক্তার কলি, লাবনী বেগম, লিমা আক্তার,  ইসরাত জাহান সুমাইয়া, আনিসা আফরিন আখি, রুবিনা আক্তার, শারমিন আক্তার লিমা, রুবিনা আক্তার সহ উদ্যোক্তাগন অংশগ্রহন করেন।


আয়োজকরা বলছেন, এমন আয়োজন ভবিষ্যতে একসাথে পথচলা এবং উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে আমার।


ভোলার নারীদের নিপুণ হাতের তৈরীকৃত পণ্য ইতমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে উঠার চেষ্টায় নেমেছেন নারী উদ্যোক্তারা।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন